উল্টা-পাল্টা
*********

এমন যদি হতো, সবকিছু উল্টে যেত!
সুখগুলো সব কষ্ট হতো, কষ্টগুলো সব সুখ।
সম্পর্কগুলো হতো সরল, শূন্য হতোনা বুক
মন্দগুলো হতো ভালো, ভালোগুলো সব মন্দ
বিরাগগুলো উল্লাস হয়ে মিটিয়ে নিতো দ্বন্দ্ব।  

এমন যদি হতো, সবকিছু পাল্টে যেত!
ভূমির স্থানে আকাশ হতো, আকাশের স্থানে ভূমি
তোমার স্থলে আমি হতাম, আমার স্থলে তুমি।
ভুলগুলো সব শুদ্ধ হতো, শুদ্ধগুলো সব ভুল
সকল মানুষ বুঝে নিতো, সততাই জীবনের মূল।

এমন যদি হতো সবকিছু বদলে যেত!
নরগুলো সব নারী হতো, নারীগুলো সব নর
গুণ বিচার শেষ হতো, কেউ হতোনা কারো পর।
অন্যায়গুলো ন্যায় হতো, ন্যায়গুলো সব অন্যায়  
উঁচু নিচুর বিভেদ ভুলে, মানুষ চলতো একতায়।

এমন যদি হতো সবকিছু বিনিময় করা যেত!
সত্যগুলো সব মিথ্যে হতো, মিথ্যেগুলো সব সত্য
অযত্নে থাকা মানুষগুলো পেয়ে যেতো অনেক যত্ন।
ধনবান সব ভিক্ষুক হতো, ভিক্ষুকগুলো সব ধনী
ধনী গরিব বুঝতো সবাই অসম্মানের সব গ্লানি।