অনেক সূরে গাইলে আমায়
রবীন্দ্র, নজরুল, ভাটিয়ালি, বাউল
কোন সুরই বসলোনা তোমায় গলায়।
চেষ্টা তোমার বহুমাত্রিক-
একের মাঝে কি এত সুর পাওয়া যায়?
উচ্চাংগ সংগীতের সূরে চেষ্টা কর
বেশ বসে যাবে তোমার কন্ঠে!
তোমার গলায় এটাই মানায়।

অনেক যন্ত্রে বাজালে আমায়
একতারা, গীটার, পিয়ানো, হারমনিয়াম
তাল উঠেনা তোমার হাতে কোনটায়
যন্ত্রগুলোও অনেক অভিমানী
বাজেনা তালে, কেন যেন অসহায়!
ঢোল হাতে নিয়ে দেখতে পার
তোমার হাতে ওটাই মানায়।

অনেক মসলায় রাধলে আমায়
দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী
চেটে খাওয়ার স্বাদ আসেনা কোন রান্নায়
খাবারে গন্ধ ছড়াবেনা বলে জেদ ধরে
পাতিলের কোণায় পড়ে থাকে ঘাপটি মেরে।
লংকা গুড়া ছিটিয়ে দেখতে পার
তোমার মুখে ঠিক হাসি ফোটাবে
সম স্বভাবে বন্ধুত্বটা বেশ ভাল হয়।

তুমি যেমন- সবকিছু তেমন
শুধুমাত্র আমি অন্যরকম, বেমানান
যেমন সাজাও- তেমন সাজি
ভূল করেছি- তাই নরকবাসি।