তুমি আর নীল শাড়ী
************
যেদিন তুমি নীল শাড়ী পড়েছিলে
কি অনিন্দ্য সুন্দর লাগছিল তোমায়।
দেয়ালের ছবিটাও যেন পরশ্রীকাতর বনেছিল
শাড়ীর কুঁচিগুলো ছিল যেন নীল সমুদ্রের ঢেও
ঝুলন্ত আঁচলটা মনে হচ্ছিল অপ্সরার ডানা
পুরো আকাশটাই তোমাকে জড়িয়ে ছিল।
তোমার ডাগর কালো চোখ যেন মায়ার জাদু
কোন এক শান্ত পুকুরে অর্ধ ডুবে ভেসে থাকা
ফোটা পদ্ম যেমন দেখলেই মনে হয় হাসছে
ঠিক তেমনি তোমার চোখে তাকালেই মনে হতো
কোন অজানা আনন্দে হাসছ তুমি অনাবশ্যক
বড্ড ভালো লাগতো তখন তোমায় দেখতে
মিথ্যে বলবো না তোমার প্রেমে আত্নহারা ছিলাম
তবে সেদিন থেকে মাতাল হয়েছি তোমার মত্তে।
তোমার ঘন কাল খোলা চুল যেন একরাশ মেঘ
স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলছিল তোমার নীল শাড়ীতে
যেন এক বর্ষা রাতের নিঝুম অন্ধকারের মুগ্ধতা
আমার অভিমানী মন হেসে বেড়াতো তোমার গহীনে।
তোমার মুখের স্মিত হাসি যেন আমার আশ্রয়
শ্যামলা মুখের দীপ্তিতে মুক্তার শুভ্রতা লাজুক
মিথ্যে বলবো না তোমায় ছোঁতে ব্যাকুল ছিলাম
তবে সেদিন থেকে স্পৃষ্ট হয়েছি তোমার সঙ্গ পেতে।
কিছু ভালোলাগা, কিছু ভালোবাসা থাকে গভীরে
স্থিরতা আর বাকহীনতায় খুঁজে পাওয়ার অন্তরালে
সমুদ্রের গহীনে যেমন লুকিয়ে থাকে জেলিফিস
আমার প্রেমও ঠিক তেমনি জরাগ্রস্ততায় স্থবির
ভালবাসার পঙ্ক্তি মনের ছাউনিতে আচ্ছাদিত
বায়ু শূন্য অন্ধকার ঘরে দম ফেটে ঢেকুর তোলে।
থাকুক না কিছু ভালোবাসা দূরে, অনেক দূরে
আপন হয়ে পড়ে থাকুক স্বযত্নে নীজ অন্তরে।
অগ্নির শিখা প্রজ্জলিত অবিরত অগ্নির ছোঁয়ায়
আমার জীবন শিখা- থাকুক নাহয় স্পর্শহীনতায়।
আজও আছে সেই নীল শাড়ী, আছে আমার উপলব্ধি
আছ তুমিও, শুধু হারিয়ে গেছে তোমার অনুভূতি।
----------------------------
লেখা: ঢাকা, ১২/০৫/২০১৮ ইং