তোমার মূল্য
*************
নিরবতাই সর্বোৎকৃষ্ট জবাব
সর্বোচ্চ চেষ্টা, সর্বোত্তম প্রতিকারে
সবটুকু সহ্য করে হয়েছি নিরব।
কেও যখন বিরক্ত হয়ে যায়
তখন বিনা দোষেই দোষী করে
তাই দোষগুলোর তালাশ করিনা।
তোমাকেও দোষী করিনা কোন অভিযোগে
তোমার মন বসেনি আমার মনে
না পেরেছে মানতে, না পেরেছে মানাতে!
কি-বা করার ছিল তোমার? মন বলে কথা!
জ্বালা নিভিয়েছ মিথ্যা অভিযোগে জ্বালিয়ে।

ভুলে যাওয়ার সাহস আমার ছিল না!
জোর করে ধরে রেখেছি যতদিন পেরেছি
তোমার শেষ কথায় সেটুকুও শেষ হয়েছে।
ভিন্ন ভিন্ন বন্ধন ভিন্ন ভিন্ন মাত্রার অধিকার
কাগজে লেখার বন্দনে সম্পর্ক আটকানো যায়
কিন্তু সম্পর্ক টিকাতে মনের বন্ধন খুব প্রয়োজন
মনকে আটকানো যায়না, বন্ধনে বাধতে হয়
তুমি বাধতে চাওনি, নিজেও বাধা পড়নি।

খুব চাইতাম বলে অধিকারটা বেশি খাটিয়েছি
হালকা ধমক- সেটা ছিল ভালোবাসার শাসন
খানিক চুপ করে থাকা- তা ছিল পাওয়ার আবেগ
একটু দেরি করে ফেরা- সেতো অপেক্ষার পরখ
সবকিছু মানা করা, একটু রাগ, অল্প বেপরোয়া
সব ছিল ইচ্ছাকৃত। ন্যাকামি দেখার লোভ।
কিন্তু তুমি তা কিছুই বুঝতে পারোনি।
শুধু দেখেছ সেই রূপটা যখন যা দেখিয়েছি
আমার ভেতরটাকে দেখনি, দেখতে চাওনি।

তুমি আমার কাছে অনেক মূল্যবান।
কড়া শোধের মূল্য দিয়ে তোমাকে পেয়েছি।
তাইতো তোমার মূল্যকে কে নষ্ট করতে চাইনি।
নিজে মূল্যহীন হয়ে অসার পাথর সেজে আছি।

।।।।।।।।।