তোমার বোধ
********
আমার প্রেম এখন একাকিত্বের সাথে
প্রতিটা জড় বস্তু আমার প্রণয়িনী
আমার কলম, কাগজ, কফির মগ
প্যাকেট ভর্তি চুরুট আর দিয়াশলাই
সবার সাথে বড্ড গাঢ় প্রেম আমার
এরাই আমার প্রতিদিনের নির্জন আপন।
যখন থেকে ভালবাসার অনুভব বুঝেছি
তুমি ছাড়া অন্য কিছু অনুভবে পাইনি।
আমার বন্ধুদের অনেকের প্রিয়া ছিল
অনেকে আমার তরেও ঝুকেছে প্রমোদে
নুপুরের ঝুনঝুন শব্দের ঝংকার তোলে
কানে দুল, কপালে টিপ, নাকে নাকফুল
সিক্ত ঠোটের মুগ্ধ হাসিতে ডেকেছে আমায়
কেন যেন ভাল লাগার কিছু ছিলনা তাদের
কোন কিছতেই আটকাতো না আমার মন
চোখ বুঝে যখন কল্পনায় যেতাম নিভৃতে
শুধু তোমার মুখের স্পর্শ ছিল আমার চোখে।
আমার কল্পনায় তোমার কোন বোধ হতোনা
কল্পভূবন থেকে আজ তুমি আমার বাস্তবতায়
আমার পাশে, আমার ঘরে স্থায়ী অস্তিত্বে
তবুও তোমার বোধ নেই, যেন উষ্ণতা হীন শিখা
নুপুরহীন যুগল পা, ডাগর চোখ কাজল শূন্য
কানের দোল, নাক ফুল চুরি যায় যত্নহীনতায়
স্পর্শহীন লিপিস্টিকের খোলে চিপকে থাকে রঙ
যেমন চিপকে রেখেছ আমায় চরম একাকিত্বতায়।
আজ আমি একেলা ঘরে সঙ্গহীন প্রেমে
তোমার ইচ্ছেমতো হারিয়ে গেছ তুমি
তুমি শুধু হারিয়েছ সাজানো নিবাস
কিন্তু আমি হারিয়েছি তোমাকে
তুমি হয়তো আমাকে ছেড়ে থাকতে পার
কিন্তু তুমি ছাড়া আমি শূন্য, যেন বেচে না থাকা
খুব ভালোবাসি তোমায়, অনেক বেশি ভালবাসায়।
লেখা: ১৮/০৭/২০১৭