আমি এক অসহায় পথিক
জানা ছিল না গন্তব্য
অজানা পথে চলছি নিরুদ্দেশ
কোথায় তোমার  ঠিকানা?
কোথায় তোমার দেশ?

তেইশটি বছর চলেছি হেটে
ক্লান্ত-পরিশ্রান্ত দেহ
পায়ের পাতা কুঁচকে গেছে
রক্ত-জমাট আংগুলের গিরায়
হারিয়ে ফেলেছি পথ
যাব কোথায়? পাব কি কোথায়?

"কথা ছিল দেখা দিবে
বলবে কথা বসবে পাশে
মুচকি হেসে চিমটি কেটে
মুখ ঘুরিয়ে ভাব দেখাবে
হাতটি চেপে টানবো কাছে
স্পর্শ দেবো স্বপ্নটাকে"

ঠিকানাটা হারিয়ে ফেলেছি
বুক পকেটে রাখা কাগজটা
ওয়াশিং মেশিনের চাপে
দুমড়েমুচড়ে গলে গেছে
তাইতো আমার অজানা পথ চলা
তোমার ঠিকানা খুঁজে পাবার।

কোথায় পাবো তোমায়?
আমি এক অসহায় পথিক
খুঁজে পাবার ইচ্ছা অনেক
কিন্তু শক্তি হারিয়ে ফেলেছি
ক্লান্ত দেহ অচল পা
তৃষ্ণায় বুক ফাটে
বলোনা কোথায় তুমি?
পাব তোমায় কোন ঠিকানায়?