তোমায় চেয়েছি আমি পূর্ণ ভালবাসায়
ভালবেসেছি দিন-রাত, বৈশাখ থেকে চৈত্র
তোমায় বুঝাতে পারিনি আমার পাগলামি
কতটা অস্থির আমার মন তোমার অনুভবে।
ভাবনায় তুমি বরাবরাই ব্যতিক্রম
দেখেছ শুধু বৈশাখী ঝড় আর চৈত্রের খরা
অনুভব করনি হেমন্তের সকাল ও বসন্তের ঘ্রাণ
ভালবাসা চাও দুষ্ট ছোয়ায় ও ভারী স্পর্শে।
অসম প্রাপ্তিতে সব ব্যথা আড়াল করে
উঁকি দিয়ে পরখ করেছি তোমার মন
বড্ড বেখেয়ালী, আনমনা, উদাস
লজ্জাহীন তোমার স্পর্শ, দেহ কম্পন
শ্রাবনের মেঘের মতো ছুটে চলা রক্ত প্রবাহ
খুজে বেড়ায় অন্য কিছু যাতে আমার ঘৃণা।
ঘৃণাকে আমি খুব বেশি ঘৃণা করি
এটি ভালবাসায় বিদ্বেষ ঘটায় অহরহ
অস্থায়ী করে দেয় মনের চাওয়াগুলো
নিমিসেই ভেঙে ফেলে বিস্বাসের সব স্তর
ক্ষণিকেই বিলিন করে দেয় সকল আশা
থুবড়ে পড়ে তাই যে ভরসায় পথ চলা।
ঘৃণা করা যায় খুব সহজেই, মন চাইলেই
কিন্তু মনের মত করে ভালোবাসা খুব কঠিন-
যে ভালবাসা স্পর্শহীন, লালসামুক্ত
রূপ-সৌন্দর্য পশ্চাদে ফেলে জাগে শুধু অনুভবে
সে ভালবাসা বাসতে চাইলে পুরুষ হতে হয়।
সেই পুরুষ যে স্পর্শহীন ভালবাসয় পুলকিত।