সন্তান
*******
সুখ একগুচ্ছ মানসিক অনুভূতি
সন্তানের উল্লাসে পূর্ণতা প্রাপ্তি
একক নয়, সম্মিলিত প্রচেষ্টা
সুসন্তান জীবনের পরম মিষ্টতা।

মানুষ আসলে কিসে মহা সুখি?
দেখে যদি সন্তানের মুখে হাসি
নীজের অজান্তে অজানা সুখ
যদিও বাস্তবতায় অসংগতি মুখ।

শান্তি নেই, বৃথা হয় সকল প্রাপ্তি
সন্তান যদি না হয় প্রত্যাশায় ব্যপ্তি  
যার ভাবনায় বেচে থাকে জীবন
দ্বন্দ্ব সংঘাত হলেও নয় আত্নহনন।

ব্যর্থ জীবনও বয়ে চলে অজানা আশায়
জীবন পূর্ণতা পাবে সন্তানের ভালবাসায়
ধন দৌলত নয় সুশিক্ষা আর সমর্থবান
সন্তানের সাফল্যই বাবা মায়ের সম্মান।

সন্তান অমূল্য রতন সব কিছুর ঊর্ধ্বে
যোগ্য পরিবেশ চাই তাদের বিকেশে
স্পর্শহীন থাকুক সকল পারিবারিক দ্বন্দ্ব
বাবা মায়ের ব্যতিক্রমে সন্তান হয় মন্দ।

সন্তানই জীবন, সন্তানই মনের প্রশান্তি
তারাই বংশধর আগামী প্রবাহের ব্যপ্তি।
ধারা প্রবাহের বহমান পরষ্পরা অপত্য
বৈষম্য ভূলে সন্তানের কল্যাণে থাক মত্ত।