শুভেচ্ছা ৩১.১২.২৪
*********
ঘড়ি'র কাটা আছে ঠিক রাত বারটার ঘরে
নতুন বছরের শুরু হবে এক সেকেন্ড পরে।
জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, ও সমৃদ্ধি
গ্লানিগুলো মুছে যাক বিদায় হোক অতৃপ্তি।
নতুন সূর্যে বয়ে আসুক জীবনে নতুন আশা
ব্যর্থতাগুলো পিছনে থাক ভ্রষ্ট হোক নিরাশা।
সব কষ্টের অবসান হোক আসুক সুখের দিন
মধুময় হোক প্রতিটি দিন রাতগুলো স্বপ্নিল।
জীবনে আসুক সাফল্য ভালোবাসা পূর্ণতায়
জরাজীর্ণতা কেটে যাক জীবন হোক সুস্থতায়।
নতুন বছরের নতুন চিন্তা আলোর পথ দেখুক
উপচে পড়ুক সকল জীবনে সুস্থ বন্ধনের সুখ।
নতুন কে বরণ করে পুরাতন কে দাও অবসর
নতুন উদ্যমে শুরু হোক সকলের নতুন বছর।
মনে আসুক সম শান্তি স্বপ্নগুলো হোক জীবন্ত
ভুলগুলো মুছে যাক সত্যগুলো থাকুক অনন্ত।
নতুন বছর, নতুন ভোর, নতুন দিনের আলো
সব ভাল তোমার হবে যদি নিজে থাক ভালো
পুরাতন যায় নতুন আসে এটাই প্রকৃতির নিয়ম
মন্দ বিদায়ে ভাল প্রত্যাশায় শুভেচ্ছা স্বাগতম।
।।।।।।।