স্বপ্নে তুমি
*******
সব স্বপ্ন সব সময় পূরণ হয় না
কিছু স্বপ্ন পূরণে কিছু স্বপ্ন বিলীন হয়
কল্পনায় যা আসে তা বাস্তবতায় থাকেনা
বাস্তবতায় যা পাওয়া যায় তা কল্পনায় আসেনা
স্বপ্ন ও বাস্তবতার অমিলে জীবনটাই গড়মিল।
কল্পভুবনে আমি যখন তোমায় দেখি
মধুর ভাবনাগুলো মধুরিমা হয়ে যায়।
ঝুম বৃষ্টি নামবে একদিন পরন্ত বিকেলে
বাড়ী যাবার বড় রাস্তার পরে খাল পেরিয়ে
সরু রাস্তায় হাটবো দু’জনে হাত ধরে
কোন ছাতা থাকবে না আমাদের হাতে
বৃষ্টি ভেজা পিচ্ছিল সরু কাচা পথ বেয়ে
ভিজবো আর হাটবো দুজনে একাকার হয়ে
ধীর গতিতে চলা আমাদের পথ ফুরোবেনা
শুধু জানবো এখানে আর অন্য কেউ নেই
আছি শুধু আমরা দু’জন আর ঝুম বৃষ্টি।
তোমাকে যখন আমার মত করে ভাবি
অবসন্ন মূহুর্তগুলো যেন সজীব হয়ে উঠে।
শীতের কোন এক রাতে পূর্ণ চন্দ্রের উদয়
আকাশ ভেঙে জোসনা পড়ে বাড়ীর বারান্দায়
দখিনা মৃদু বাতাসে শীত যেন আকড়ে ধরে
অনেক রাতে তুমি আর আমি বারান্দায় বসে
শীতের প্রকোপে একই চাদরের নীচে উষ্ণতায়
উপচে পড়া জোসনায় দেখি তোমার লাজুক মুখ
বারান্দার পাশে বাগানে ফুটে থাকা লাল গোলাপ
শিশির ও জোছনা মেখে পরাগায়নের অপেক্ষায়
সমান্তরালে উড়ে চলা দুটো জোনাকি পোকা
যেন তুমি আর আমি উড়ন্ত পরষ্পরের ভরে।
স্বপ্নগুলো আজও রাতের আধারে ঘুরে বেড়ায়
দিনের আলোর জলকানিতে অন্তর্ধান বাস্তবতায়
--------------------
লেখা: ০৪/০৭/২০১৭