সম্পর্ক
********

তোমারও কিছু অধিকার আছে
যেমন আছে তার তোমার কাছে
চাওয়া-পাওয়া, বলার অধিকার
তোমার ও তার সম প্রাপ্য থাকে।

নদীর খরা ভাটির টানের বৈষম্য
সমান প্রবাহে অটুট থাকে সাম্য।
সম প্রদানে দীপ্ত থাকে আদান
বেশি তারতম্যে বাড়ে ব্যবধান।

গাছের পাতা ঝরে তীব্র দাবানলে
শিখা উৎপত্তি শুধু জলন্ত অনলে।
গাছের পাতা ঝরা চৈত্রের হেয়ালি
অধিকার হীন সম্পর্ক চোরাবালি।

পূর্ণ মাত্রার শতকে পঞ্চাশ’ই অর্ধেক
বাকী অর্ধেক সমান মিলাতে হিসেব।
দেয়া-নেয়া’র সমতায় সম্পর্কের টান
আশি বিশ তফাতে সম্পর্ক খানখান।
।।।।।।।।