সম্পর্কে বাঁচা
*********
মানুষ বাঁচে সম্পর্কে, প্রাচুর্যের মাঝে নয়
ব্যস্ততায় প্রাচুর্য বাড়ে, সম্পর্কের হয় অবক্ষয়।
জীবনের জন্য প্রাচুর্য, প্রাচুর্যের জন্য জীবন নয়
দুটোর যদি সমন্বয় থাকে, জীবন সুন্দর হয়।
মানুষ ভাবে প্রাচুর্যই সুখ, আপনজন কিছু নয়
সম্পদের কি মূল্য আছে!, সম্পর্কই যদি না রয়।
বলবে কথা কার সাথে!, যদি না থাকে আপনজন
ধনসম্পদ আসবে যাবে, ফিরবেনা কভু হারানো মন।
আপনজন বড্ড প্রয়োজন, দুর্দিনের সাথী তারা
বড্ড পাগল বোকা তারা, আপনজন ছেড়েছে যারা।
প্রাচুর্যের সুখ খুব সাময়িক, আজ আছে তো কাল নাই
আপনজন প্রাণের বন্দন, আসল সুখ এখানে তাই।
ধন প্রাচুর্য সব আছে, পাশে যদি না থাকে আপনজন
মরণকালে চোখ বুঝিলে, কাঁদবে না কভু অর্জিত ধন
প্রাচুর্যে সহসাই নীতিস্খলন, ভাবনা ভীতি চারদিকে
সম্পর্ক তাই গভীর করো, যারা তোমায় ভালোবাসে
মানুষ লোভী এটা সত্য, চাওয়ার নাই কোন শেষ
আপনজন সম্পর্কে রাখো, মিটিয়ে ফেলে সব ক্লেশ
প্রাচুর্য সব সেদিনও রবে, যেদিন মরণ হবে তোমার
সম্পর্ক যদি ভালো থাকে, মরনের পরেও রবে সবার।