সময়
******
সময় এক নির্ভুল আপেক্ষিক ধারণা
স্থিতি ও গতির তুলনামূলক বিবেচনা।
সময়ের গতি কোন কিছুতে থামে না
আদি থেকে অন্তের সব সমূহ অজানা।
সময় আসলে অবস্থার পরিবর্তন
অস্তিত্ব ও ঘটনার নিরবিচ্ছিন্ন ক্রম।
অতীত থেকে ধারাবাহিক বর্তমান
ভবিষ্যতে ধাবিত নিত্যতার প্রমাণ।
সময় ভিন্নতা পরিমাপের উপাদান
জীবন ও ঘটনার ক্রমাগত ব্যবধান।
পার্থক্যগত তুলনার একক সমীক্ষা
বস্তুগত বাস্তবতার পরিবর্তনের ব্যখ্যা।
সময়ক ধ্রুবক একক স্বাধীন শক্তি
নির্দিষ্ট পরিমাপে মহাবিশ্বের অগ্রগতি।
সময় নয় শুধু দিন রাতের পরিবর্তন
স্থিরতাও চলমান ঘূর্ণনের আবর্তন।