শখের নারী
*************

বেঁচে থেকেও মরে যাওয়ার নেশা
প্রতারিত ভাগ্যে অশেষ মৃত আশা।
আজব কথায় গুজব যখন ভাসে
বেঁচে থেকেও মরণের নেশা আসে।

শখের নারী কভূ অবিশ্বাসী কি হয়?
ভরতি বিশ্বাসে মগজে আটকে রয়।
আস্থা, ভরসার একক উপায় ভাবা
অবিশ্বাসের কুন্ডু হয়না চোখে দেখা।

আত্নহারা মনের দ্বারা প্রচন্ড আকর্ষণ
শখের নারীর লোলুপে অন্যরা বিকর্ষণ
শ্রদ্ধায় সমাদর সমূদয় আদরের ঐশ্বর্য
তবু প্রতারণা অলীক বাহানায় উৎকৃষ্ঠ।

শখের নারী সম্রাজ্ঞী; মন সাম্রাজ্যের
ভূতলে শুধু সেই যেন তীব্র আশ্চর্যের
মন্ত্রমুগ্ধ অচেতন মনের অন্ধ চরাচর
তবু কেন শখের নারী চিরকাল পর?

।।।।।।।।