তোমরা কি কেও বলতে পার
ভালবাসার উপকরণের কথা?
যেমন ধর - 'সোহাগ'
এটা কি? কি উপাদানে তৈরী?
পানীয়? না-কি কোন খাদ্য?
বাজারের দোকানে কি পাওয়া যায়?
কত দাম? কেজি না-কি লিটারে বিক্রি হয়?
তালাস করেছি যুগ-যুগান্তর
খোজে পাইনি কখনও কোথাও
তাই বড্ড জানতে ইচ্ছে হয়।
শব্দটার কথা শুনেছি বহুবার
বন্ধুরা যখন বলে --
দেখি তাদের মুখটা আপনত্বতায় ভরে যায়,
সে কি আবেগময় নম্রতা
চোখের কোণে শিশিরের মত
ছোট্ট জলকণা বুঝিয়ে দেয়
'সোহাগ' কতটা আবেগি,
আহ! এ যেন শূন্য-কে পূরণ করার উপাদান।
আমাকে একটু জানিও তোমরা
যদি এর দেখা মেলে কোথাও।
ধমকের কর্কশতায় না হয় ডেকো একবার
যদি কোন জোছনা রাতে দেখা পাও তার
কথা দিলাম ছোবনা তাকে,
শুধু চোখের দেখা দেখব একবার, স্পর্শহীন।
আমার দেহের ওজন কমেছে অনেক
কোমরের বেল্টের ফোটো বেড়েছে দুটো
প্রয়োজন এখন আরও একটার,
আঙ্গুলের আংটিটাও অনায়াসে ছোটাছোটি করে
মাঝে মধ্যে লাফিয়ে পড়ে মুক্ত ভূমিতে
কষ্ট হলেও ধরতে পারি, পরতেও পারি পূণরায়।
কতক্ষণ? ধরে কি রাখা যায়?
আপনতায় যদি থাকতে না চায়।
হায়রে সোহাগ!
অনেক মায়ার রুপমহলে
আলো-আধারে ধরার চেষ্টা করেছি কতবার
মাথা নূয়ে - মায়া মাখিয়ে কেঁদেছি অজস্রবার
ভেবেছি- এইতো সোহাগ
এখানেইতো আমার পরাজয়
শ্যামলা রুপের উজ্জল আলোয়
মায়াবতী তুমি মায়াবী
আমাকে করেছ তৃষার্ত
চিবিয়ে-চিবিয়ে খেয়ে ফেল আমায়
বারবার, বহুবার, আজীবন।