স্বভাব
*******

স্বভাব তত্ত্বের মূলে আছে, দারূন হাস্যরসের তত্ত্ব
হিপোক্রেটিসের আবিষ্কার, স্বভাব চিকিৎসা তত্ত্ব
স্বভাবে আছে চার উপাদান, চিকিৎসা শাস্ত্র মতে
গরম-ঠান্ডা, শুষ্ক-আর্দ্রতায়,  নিয়ন্ত্রিত হয়ে থাকে।

বিজ্ঞান বলে স্বভাব হলো, মন আবেগের আচরণ
দেহে তরলের কম বেশি দ্বারা, স্বভাব হয় নিয়ন্ত্রণ।
তরল হলো “হাস্যরস”, চিকিৎসা বিজ্ঞানের কথ্য
রক্ত, হলুদ পিত্ত, কালো পিত্ত ও কফে শ্রেণীবদ্ধ।

চারটি মৌলিক স্বভাব হলো প্রোটো-মনস্তত্ত্বিক
প্রত্যয়পূর্ণ, রাগান্বিত, বিষাদীয় এবং শ্লৈষ্মিক।
এই ধারাতেই চিকিৎসা করে চিকিৎসা বিজ্ঞান
রক্ত, পিত্ত ও কফের মাঝেই স্বভাব বিদ্যমান।

বেশি রক্ত বহণকারী শরীর সর্বদা খুশিময় স্বভাব
শান্ত স্বভাবের মূলে আছে বেশি শ্লৈষ্মিক বা কফ।
দুঃখিত স্বভাব গঠনে দায়ী অধিকতর কাল পিত্ত
হলুদ পিত্ত খুব অধিক হলে স্বভাব হয় রাগান্বিত।

চার স্বভাব আবার পুরোপুরি চার ঋতুর মিল
রক্তের ধর্ম গরম ও আর্দ্র, বসন্ত ঋতুর সামিল।
হলুদ পিত্ত গরম ও শুষ্ক, গ্রীষ্মের সাথে বিবেচিত
শরত  ঋতুর সাথে সঙ্গতিপূর্ণ শুষ্ক ও কাল পিত্ত।
ঠান্ডা, আর্দ্র ও কফের স্বভাব শীত ঋতুর অনুরূপ।
আজব কারিগর সষ্টি করেছেন একই দেহে বহুরূপ

=============
লেখা: ১১-১০-২০২২, ঢাকা।