শিক্ষা
******
শিক্ষা হল জ্ঞানলাভের পদ্ধতি
সম্ভাবনায় বিকশিত হয় ব্যক্তি
প্রক্রিয়া ও পদ্ধতিগত সাধনা
অশিক্ষায় থাকে অনুশোচনা।
অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ
শিক্ষার দ্বারা বুদ্ধিমত্তার প্রকাশ
মন ও মস্তিষ্কের সঠিক ব্যবহার
যদি পায় শিক্ষার ন্যায্য আচার।
বিকশিত জ্ঞান আচরণের দর্শন
শিক্ষা থেকে করতে হয় অর্জন
লেখাপড়া ও গবেষোনার তত্ত্ব
জীবনকে করতে শিখায় যত্ন।
শিক্ষা এক জীবনব্যাপী কার্যক্রম
সুশিক্ষায় উত্তম, কুশিক্ষায় অধম।
মূল্যবোধ শিক্ষায় ভাল জীবনবোধ
অশিক্ষিত জীবন শুধু পাপের শোধ।