সে
***
একসাথে সংসার ধর্মে যিনি
তিনি আমার প্রিয় সহধর্মিণী।
নারী হলেও বাকা স্বভাব নাই
শুধু প্রয়োজন টুকুই তার চাই।
সে যেমন পুরোটাই শুধু আমার
আমায় ভেবে সময় অস্থিরতার।
রাতের ফেরা একটু বিলম্ব হলে
বালিশ ভিজে দু চোখের জলে।
কি যে আদর বিশুদ্ধ ভালবাসায়
মরতে পারে আমার ছোট আশায়।
তাকায় যখন আমার মুখপানে
কি-যে ভাবে নিজেই শুধু জানে।
আমার ঘরের সকল সুখের ধারা
এসেছে সব তার পিছু করে তাড়া।
সমুন্নত, সমৃদ্ধ ও সৌভাগ্যের খেলা
তার জন্যই ঘরে আনন্দের মেলা।
সফলতা অর্জনের পূর্ণ পরিতোষ
আমার সাহস ও অনুপ্রেরণার স্তুপ।
ভাগ্যবতী, সে আমার মনের শিখা
ভাগ্যবান আমি পেয়েছি তার দেখা।
।।।।।।।।।