সত্য প্রেম
**********
নারী সে কদাকার বা সুন্দরী
যার প্রেমে যে পাগল
তার কাছে সেই বিশ্বসুন্দরী।
প্রেমে নেই কোন রূপের বিচার
রূপের বিচারে করে যে প্রেম
সেই হলো সত্যিকার কদাকার।
বিষ্ময়কর অদ্ভুত প্রেমের মায়া
গহীনে যখন প্রবেশ করে
চেতনা শূন্য রূপ ও ধর্মের ছায়া।
সেই অপরূপা সুন্দরী প্রেমিকের মনে
মন যখন করে দখল
নিত্য সময় করে খেলা মনের গহীনে।
নি:স্বার্থ মন আর ভক্ত প্রেমের নারী
ছাড়েনা প্রেমিক তারে
বিপ্রতীপে ছাড়ে স্বজন, ঘর-বাড়ী।
প্রেমের দাবীতে রূপের নেই কদর
নারী তুমি যে রূপের থাক
সত্য প্রেমে তোমার মায়িক আদর।
লেখা: ২৩/১২/২০১৮, ঢাকা।