স্বার্থপর
*********
সবাই শুধু নিজের ভালো চায়
আমি, আপনি, সে- আমরা সবাই
এমনকি পোষ্য বা বন্য প্রাণিরাও
প্রতিটা প্রাণী স্বার্থপর নিজের অবস্থানে
পার্থক্য শুধু- কেউ কম, কেউ বেশি।
স্বার্থপরতা দোষের কিছু নয়;
নিজেকে নিজেই দেখে রাখতে হয়
কেও নজরে রাখে না স্বার্থহীনভাবে
নিজের মন্দ নিজে কামনা করার কেও নেই
নিজের হিত কেও কখনও ত্যাগ করেনা
আর এটাই স্বার্থপরতা-
মন্দ কি এমন স্বার্থপরতায়?
কিছু স্বার্থ অন্যের দ্বারা অর্জন করতে হয়
প্রয়োজনেই মানুষ মানুষের জন্য
প্রকৃত স্বার্থপরতা সেটাই-
স্বার্থ ফুরালেই সরে যাওয়া নিজের মত করে
অচেনা হয়ে যাওয়া অপরিচিত জনের মতো।
ভরসার অবলম্বনে মানুষ মানুষের আপন হয়
আপন বিশ্বাসের সিক্ত হৃদয়ে খঞ্জর গছানো
ক্ষুদ্র ব্যতিক্রমে বিস্তর ভালবাসায় আঘাত
প্রয়োজন ফুরালেই অপ্রয়োজনীয় আচরণ
বিপদে আপন হয়ে বিপদ মুক্ত হয়ে অচেনা
নিদারুণ সুখে যে ভূলে যায আপনজনকে
এমনকি স্মরণে রাখেনা ঈশ্বরকে
এটাই মিশ্রিত মনের প্রকৃত স্বার্থপরতা।
যথার্থ স্বার্থপর তো সে-
সব কিছু পেয়ে যে নিজের কাছে অচেনা হয়ে যায়।