ষড়যন্ত্র
********

মনস্তাত্ত্বিক জটিলতার বহিঃপ্রকাশ
অজানা অশুভ শক্তির ক্রমবিকাশ।।
ব্যক্তিক ও সামজিক তুচ্ছতায় পতিত
রচিত বা বানোয়াট ঘটনায় সম্পাদিত।
অযাচিত কৌশলে কু-সম্বন্ধীয় তিক্ততা
ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য তুচ্ছ পতিপন্নতা।

গভীর ষড়যন্ত্রের ভিত আসক্তিতে অটল
তিনটি মূলমন্ত্রের উপর আস্থা অবিচল।
প্রসঙ্গত কথায় দোহাই সাধু দৈবভাবের
অপব্যখ্যায় বিন্যস্ত হয় নিখুঁত বিশ্বাসের।
যথার্থতার সাথে মিল-অমিল যুক্তি শূন্য
মূহুর্তেই তথ্য ছড়ায় অন্যত্র থেকে অন্য।

ষড়যন্ত্রকারী হতে পারে ব্যক্তি বা সংগঠন
পরিকল্পনা ছাড়া ষড়যন্ত্র হয় না বাস্তবায়ন।
শত্রুকে ঘায়েল করার মনস্তত্ত্ব হীন কাজ
ঘৃণ্য ষড়যন্ত্র সম্মিলিত মানসিক আঘাত।
কৌশলী চক্রান্তে পরিপক্ক জালের বিস্তার
ষড়যন্ত্রের প্যাঁচ পড়লে নেই কোন নিস্তার।

==========০==========