সংকল্প চরিত্র
*********
সফল হতে হয় নিজের মতো করে
যা কিছু আছে তাই আকড়ে ধরে
“হবে না”- ভূলে যেতে হবে এমন কথা
ভাবতে হবে- নীজে একজন বাপের বেটা।
মুছে দিতে হবে গ্লানি যত আছে পেছনে
লক্ষ্য স্থির করে পৌছতে হবে সেখানে।
ছুড়ে ফেলে জীবনের সব ব্যর্থতার শোক
এগিয়ে যেতে হবে প্রশস্ত করে ছত্রিশ ইঞ্চি বুক।
বুদ্ধি খাটিয়ে হাতটা লাগাতে হবে কাজে
যেন ঘাম ছুটে রিক্ত কপালের ভাজে।
ক্লান্তি যেন না আসে সময়ের অস্থিরতায়
ক্ষান্ত নয় নিজের প্রতি নিজের ভালবাসায়।
শীতল রক্ত গরম করে উঠতে হবে জেগে
খাটতে হবে শক্ত গতরে চুড়ান্ত বিবেকে।
চেনা পথেই সফলতা পড়বে হঠাৎ ছড়িয়ে
ধরতে হবে জড়িয়ে শক্ত দু’হাত বাড়িয়ে।
অদম্য সাহসে পাবার চেষ্টা রবে অবিরত
অক্ষুন্ন মনের সততা হবেনা কভূ বিরত।
চালাতে হবে হাত, কর্ম বিরতিহীন অবিচল
গড়াবে সহসাই মনে ভাসমান নোনা জল।