সংসার
*******
এটা মোদের সংসার ছোট্ট সুখের বাসা
এই ঘরে ছুয়ে আছে তোদের ভালবাসা।
তোদের মা এসেছিল পঁচিশ বছর আগে
আঁকড়ে ধরে আছে আজও দুঃখ-সুখে।
ভাল-মন্দ, হাসি-কান্নার কত রকম খেলা
চলে গেল দিন গুলো ফুরাল যখন বেলা।
হাসি মুখে চলেছি তবু তোদের কথা ভেবে
হাত তুলে দোয়া করি জায়নামাজে বসে।