স্বামী চরিত্র
************

পুরুষ মানেই শক্ত মানুষ গভীরে লোকানো মন
বাবার পর্ব শেষ হলেই ছেলের দায়িত্ব জীবন
সব কর্তব্য মাথায় নিয়ে প্রসারিত করে বুক
সবাইকে রাখে হাসি-সুখী নিজে খুজেনা সুখ।

প্রয়োজনে আপন করে জীবন সাথী একজন
পরিচিত বা অপরিচিত তাকেই করে আপন।
ভূলে যায় কষ্টের ক্লান্তি সারাদিনে জমে যা মনে
গৃহে প্রবেসে বউটা যদি হাসি মুখে কাছে টানে।

বউ'য়ের মুখের একটু হাসি মহামূল্যবান টনিক
সম্মান আর ভালবাসায় হয় বউটা সোনা মানিক।
দুর্বোধ্য কিছু চায়না স্বামী যদি বউটা সহমর্মি হয়
পরামর্শ আর সহযোগিতায় দুরূহ সঙ্কট করে জয়।

স্বামী মানুষের আশা বেশি নয় চায় একটু শান্তি
পরনিন্দা ও পরচর্চা মুক্ত সংসারে না আসে ভ্রান্তি।
বাব-মা, ভাই-বোন মিলে তবেই আসল সংসার
বউটা যেন মুখ্য না হয় আলাদা হতে মা-বাবার।

উপার্জনের দায়ে স্বামী বাহিরে সময় কাটায়
উপযুক্ত কারণ ছাড়া বউ সন্দেহে না জড়ায়
নারী দুর্গা, নারী ফাতেমা, নারীই ঘসেটি বেগম
মন্দ লোকটাও ভাল স্বামী, বঊ যদি হয় অনূপম।