সাদৃশ্য
*******

নিরানন্দ আনন্দের যমজ তাকে ফেলা যাবেনা
মন্দ কিছু না ঘটিলে শান্তির অনুভব আসেনা।
আলোর কোন মূল্য নাই আধার যদি না থাকে
আবেগ শূন্য ভালবাসা বেশি দূর যায়না আগে।

বাবার ভাই চাচা হয় মামা সম্বোধন করা যায়না
সম্পর্ক ছাড়া পরিচয়ে কেও কারো কিছু হয়না।
নকল বাছাই হয় বলেই আসল চেনা যায়
জয়ের খুশি বুঝতে হলে পেতে হয় পরাজয়।

সত্য মিথ্যার ফারাক হয় আগুন পানির মত
অভিমান আছে তাই সোহাগের কদর এত।
দারিদ্র্যতা মূল্যহীন বলেই সুখী মানুষ দামী
অসুন্দরী না থাকিলে সুন্দরী হতোনা সম্মানী।

চেতা স্বামীর মিষ্টি বউ মানিয়ে নেয় সবকিছু
দুই চেতার এক ঘরে অশান্তি ছাড়েনা পিছু।
দজ্জাল বউয়ের শান্ত স্বামী হয় বড় অসহায়
স্বামী সোহাগী বউ হলে বিবাদ দৌড়ে পালায়