সাধন
*******

কদরে আদরের অধিকার
তিরস্কারে নিশ্চিত বহিষ্কার
সহজ ভাবনার সহজ উপায়
উত্তম সমাধান সহমর্মিতায়।

জীবন ভাবনা খুব জটিল নয়
সহজ করে ভাবলে সহজ হয়
বিষয় ভাবনা জটিল না হলে
কঠিন কথার সহজতা মিলে।

কুটিলতার বোধশক্তি অবোধ্য
সচেতনতাকে করে দেয় নিস্তব্ধ
স্বাভাবিক ঘটনা রটনায় বিস্তর
জীবাণুর কুঠুরি নোংরা অন্তর।

যোগ্য সমাধানে মনের আশীর্বাদ
ধ্বংস অনিবার্য পাপে অভিশাপ
রক্তের গরম আর বংশের বড়াই
বিলুপ্ত অহঙ্কার হুশিয়ারি ছাড়াই।

আত্মসমালোচনায় আত্মসমর্পণ
কাঠিন্য ছেড়ে সরলতায় পদার্পণ
মুছে যাবে বিদ্বেষ হিংসার ফন্দি
বিচ্ছেদ উচ্ছেদে সমতার সন্ধি।

সাধনের বাধনে জীবন মধুময়
স্বার্থ ত্যাগে রুখে যায় অবক্ষয়
ভুলের ভ্রমতায় জীবন মূল্যহীন
পরাজিত জয় সাধনায় অসীম
।।।।।।।।।