স্বাধীনতার অপরাধীনতা

উদিত হয়েছে নতুন রবি, কেটে গেছে অন্ধকার
বাংলার আকাশ বদলে গেছে সবুজ রঙে
অভ্যন্তরে গোলাকার সূর্য হাসে
সিগ্ধ আলোয় বিলীন হয়েছে কালো ধুয়া
পিঞ্জর মুক্ত ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন।
আরও এক অপরাধীনতা বাংলার
ভূখন্ডের নয়; অধীকারের স্বাধীনতা
সাবাস বাংলা মায়ের বীর সন্তান
জম্ন দিয়েছ তুমি ছত্রিশ জুলাই'র ৫ই আগষ্ট
একই ভুমিতে পূণ:মুক্ত বাংলাদেশ।

আহা! কি আনন্দের মাতম গণভবণে
এতদিনে যেন নামের সার্থকতার নাচন
উম্মুক্ত ফটক, প্রহরী শূন্য, বাধাহীন প্রবেশ
অবাদ বিচরণ তোমার মুক্ত বাংলাদেশ
গর্জে ওঠা বৈষম্য বিরোধী যেন দুষ্টু ছেলের দল
ধরে নিল মাছ, রাজহাঁস, কোলে নিলো খরগোশ
কেউ খাচ্ছে টেবিলে রাখা পোলাও মুরগির রোস্ট
কারো হাতে টিভি, কেও নিল ফ্যান, কেও ফ্রিজ
কোন দুষ্টু ছেলের হাতে সাদা ছোট কাপড়
বাঙ্গালিনীর হাতে শাক সাথে লজ্জার হাসি
কেউবা মত্ত ডুব দেয়া গোসলে, কেউ শুয়ে খাটে
আনন্দে আহ্লাদে গণভবন যেন আনন্দভবন।

মায়ের মুখে ফুটেছে হাসি প্রত্যাশিত আশায়
সন্তান ফিরবে কোলে যুদ্ধ জয়ে অধিকার নিয়ে  
উচ্ছসিত মন, গর্ব ভরা বুক, বীর সন্তান বেসে
বাংলার মাটি স্বৈরাচার মুক্ত, প্রস্থান জালিমের
বাংলা মায়ের মুখ হেসেছে আরেকবার
গর্বিত সন্তান তুমি, রাজপথের লড়াকু সৈনিক
জালিমের কবলে আবদ্ধ স্বাধীনতা
করেছ পুনরুদ্ধার আগস্টের বিজয়ে
একাত্তর দেখানো তুমি, জন্ম দিয়েছ চব্বিশ
প্রাপ্য অধিকার নিয়েছো ছিনিয়ে
পরাহত জালিম, নিপাত করেছো অত্যাচার
তুমি বীর, তুমি সূর্য, তুমিই বাংলাদেশ
উদ্ধার করেছ স্বাধীনতার অপরাধীনতা।