স্বেচ্ছায়
*********

যদি শুনি কেঁদেছ কোনও দিন
আমি স্বেচ্ছায় নীজের টুঁটিতে ছুরি দেব
যদি দেখি তোমার মনটা খারাপ কোনও দিন
আমি স্বেচ্ছায় নীজেকে নির্বাসনে দেব।

যার প্রতারণায় নিত্য প্রাণ ত্যাগ করি
যার একটু আড়াল অনন্তকাল অন্ধকার
মরু'র অগ্নিশোধিত বালি শীতল যার নজরে
তার চোখে এক ফোটা জল গড়ালে
আমি স্বেচ্ছায় নীজেকে পোঁতে দেব।

যে আমার সমুদয় মিষ্ট-কষ্ট যন্ত্রনা
প্রতিটি কষ্ট যার অন্তঃস্থ প্রবঞ্চনা
মিথ্যা অনুযোগে যে বাড়ায় দাহবোধ
যার জ্বালানো অনলে পুড়ে যায় অন্তর
বারবার ক্ষমা করে যাকে কাছে টানি
সে মুখের হাসি যদি থেমে যায় কভূ
আমি স্বেচ্ছায় নিজেকে দাহনে দেব।

তোমার মনে যাচ্ছেতাই থাকুক
কথা বল আর নাই বা বল
তুমিই আমার জীবনের সমস্ত গল্প
আমার প্রতি মূহুর্তের ব্যকুলতা তুমি
বিনা কথায় ব্যবধানে হলেও আমার থাক
যদি আমাকে রেখে অন্তর্ধানের কামনা কর
আমি স্বেচ্ছায় নীজেকে বিষপেয়ালা দেব।

-----------------------------
লেখা: ০৭/০৮/২০২২, ঢাকা।