রূপে অনুরূপ
********
তোমার ভূবনে অন্য উপস্থিতি
একাকিত্বের নৈরাজ্য সীমাহীন
বিস্তৃত সমাহারে উম্নুক্তের নগ্নতা
অযাচিত স্পর্শে অভিলাষী ভাব
ঘৃণিত আসক্তির আচ্ছনতায়
জেগে উঠে তোমার বৃদ্ধ যৌবন।
বিবস্ত্রের কুশলতা নিত্য নতুন
সাধন চাতুর্যে অশেষ নিপুণতা
তোমার কপটতার কুটিলতায়
পাগড়ী পতন প্রলয় ত্বরণে
সুপ্ত স্পৃহা লুন্ঠনে জাগ্রত তুমি
আমি উদাসীন ক্ষুদ্ধতার দহনে
তোমার স্বরূপ কামনার ধূর্ততা
ব্যকুলতায় লজ্জিত সমূদয় প্রণয়
তোমার রূপে আমি অনুরূপ
ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়
বৃদ্ধ ভালবাসায় নতুন উদ্যম
বাহিরে শীতল, গভীরে তপ্ত শিখা।