রূপান্তর
**********

এখন আর হারানোর কিছু নেই
না আছে পাওয়ার আকাঙ্ক্ষা
যা পাওয়ার পেয়ে গেছি হারিয়ে
যা হারানোর হারিয়েছি পেয়ে।
বিবাদের আবাদ মর্দন করেছি গরু হয়ে
ভেড়া হয়ে চিবিয়ে খেয়েছি ভ্রান্ত অনীহা।

না পাওয়ায় মন আর বিষন্ন হয়না
বিষন্নতার বিষে ধরে না আমায়
যতটুকু বিষাক্ত হবার হয়েছি মধু খেয়ে
যতটুকু যন্ত্রনা পাবার পেয়েছি নিবারণে।
বিভেদ ভেঙেছি প্রভেদের ভিন্নতায়
উপযুক্ততায় যুক্ত করেছি অভিন্নতা।

দে'য়া নে'য়ার বিভ্রান্তিতে পড়ে না মন
হিসাবের যোগফল যায় বিয়োগের ঘরে
যতটুকু নে’য়ার নিয়েছি তাকে দিয়ে
যতটুকু দে'য়ার দিয়েছি নিজে না পেয়ে।
কাম্যের ভরসা করেছি উত্তরাশা
অপেক্ষাকে বিক্ষেপ করেছি রূপান্তর বাস্তবায়নে।

আমার মনে আমি স্বতন্ত্র
দিয়েছি তাই আমার মত করে
শুনিনি হিতকর কথা যা রটেছে গুণগুণ করে
অনুকরণ অনুসরণের প্রেমে মত্ত নই আমি
দিয়েছি তারে উজার করে
তার দুঃখগুলো আমার প্রাপ্য করে।
।।।।।।।।