রঙের মানুষ
********
ভুগছে মানুষ রঙের হীনমন্যতায়
অকারণে, মূল্যহীন নিন্দা ও তাচ্ছিল্যতায়
ফর্সা মানেই সুন্দর, কালো মানেই কুৎসিত
এ যেন মুখস্থ সংগা আমাদের সকলের
ছেলে- সে যতই কালো হোক
ফর্সা মেয়েই তার চাই-ই চাই।
মেয়ে বলে যেন সাদা চামড়ার বিকল্প নাই।

কালো রঙ, শ্যামলা রঙ, ছাই রঙ
গায়ের রঙে অসন্তুষ্ট, ইতর নীতি
পার্থক্যটা যতটুকু রঙে
তার চেয়ে বেশি মন-মানসিকতার
রঙ কি কোন অপরাধ? না অভিশাপ?

ছেলে কাল হলেও মায়ের কাছে রাজপুত্তুর
আর একই রঙের মেয়েটা পোড়া কপালী
সে যেন সাত জনমের দুঃসহ পাপের ভার
তবে রঙের কি দোষ? অবিচারতো মনে
রঙ কদাকার নয়; কুৎসিত মানুষের মন
সৃষ্টিতো স্রষ্টার যিনি গড়েছেন মহিমায়
কে তুমি মানব খুদ খোজ তার যোগ্যতায়?

কালো পোশাক সুন্দর দেখায়
কালো টিপ নারীর মোহতা বাড়ায়
কালো ফোটা কোনজর থেকে বাঁচায়
মুখের উপর কালো তিলে সুন্দর দেখায়
তাহলে গায়ের রং কাল বলে নিন্দা কেন?
“কালোর মাঝে আলোর ভূবন” আসলে কি তাই?
সকলে বলে মুখে- মনে বিশ্বাস নাই।