রাজনীতি
******

রাজনীতি- চিত্তাকর্ষক, গাম্ভীর্যতার নীতি
ঔদার্য, মহত্ত্ব, উদারতার নাম রাজনীতি।
রাজনীতি মানে রাজগতি, রাষ্ট্রনীতি
কত তাৎপর্যপূর্ণ ব্যাপকতায় বিস্তৃত।  
বাংলার রাজনীতি আজ কপটতায়
উৎপিরণ, নিষ্পেষণ আর ঈর্ষার প্রতীক
প্রতিশোধ পরায়ণ হিংসা নীতিতে ঘায়েল
উচ্ছেদ আর ধ্বংসের নীতিতে ক্ষমতায়ন  

বাংলার রাজনীতি যেন প্রকৃত কুনীতি  
স্বরূপ স্বভাবে অপরাধ, প্রবঞ্চনা, ধূর্তামি  
যে রাজনীতি সম্মানে উঁচু রাখে মাথা
প্রসন্নতায় আমার নেতার মাথা অবনত।
বাংলার রাজনীতি যেন অপনীতির স্তম্ভ
বৈচিত্র্য অনুকম্পায় ভয়, কুকর্ম, সন্ত্রাস
যে রাজনীতি ভাঙ্গে বন্দিশালার তালা  
নীতিহীনতায় আমার নেতা দন্ডপ্রাপ্ত আসামী।

দেখিনি চোখে, পড়েছি ইতিহাসের পাতায়
এ.কে. ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী
মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ
বঙ্গবন্ধু মুজিব কিংবা জিয়াউর রহমান
করেছেন রাজনীতি হয়েছেন স্মরণীয়  
আজও বিনম্র প্রত্যয়ে উদ্ভাসিত নেতা
নিজেকে বিলিয়েছেন গণমানুষের তরে  
যুগ-যুগান্তর অম্লান, রবে বাংলার হৃদয়ে।

উত্তরসূরী নেতা তুমি, দাবি করো ওয়ারিশ  
নামের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কর্মে করো অসম্মান
কর রাজনীতি, স্বরূপে বনেছো মহা চুর
পূর্ণ গোলা শূন্য কর, পাচার কর লোটের অর্থ
পরিমাণ টাকায় নয়, বিলিয়ন ডলারে
কোন বাবা রেখে গেছে তোমার লোপাটে?
নেতা তুমি রক্তচোষা জোঁক, মূত্রে পোঁচ মুখ
বিষ্টার মগজ তোমার, বিকট দুর্গন্ধ কলেবরে।