পুরুষ মানুষ
************
নামটা ছিল শিশু ঐ জম্নকালে
বালক নাম হলো শৈশবে গড়ালে।
কৈশোরে নামটা হলো আবাল কিশোর
সন্ধিক্ষণে ছেলে নামে সম্বোধনের সুর।
যৌবন কালে ডাকলো সবাই যুবক বলে
বিবাহ উত্তর স্বামী নামটা জোটল কপালে।
কর্মক্ষমে দায়িত্বশীল পুরুষ নামটা হলো
সন্তান জম্নে বাবা নামে ধন্য হয়ে গেলো।
কত নামে ডাকলো সবাই বৈশিষ্টে পুরুষ
আয় রোজগার কম হলেই নাম কাপুরুষ।
পুরুষ নামের যথার্থতা ভরাট উপার্জনে
পুরুষালী শিকায় উঠে উপার্জন অক্ষমে।
পুরুষ নামের সার্থকতা সহিষ্ণু থাকা দ্বন্দ্বে
চরম ধৈয্য ধারণ করা মাত্রাতিরিক্ত মন্দে।
সব অভিযোগ সহ্য করে বন্ধ রাখা মুখ
তিক্ত ঝালের উগ্র স্বাদে পুরুষের সুখ।
পুরুষের গঠনে থাকে XY ক্রমোজোম
সুখ বহনের ব্যর্থতায় দুরাত্মা নরাধম।
X ধর Xerox আর Y মানে Yammy
সকলের ফটোকপি দায়িত্ববোধে জিম্মি।
পরিশেষে নামটা হলো অথর্ব বুড়ো
লালন করা স্বজনদের পালানো শুরু
দু'একটা নাতি পুতি রবে আশ পাশ
সর্বশেষ হঠাৎ করে নামটা হবে লাশ।