প্রত্যাহার
**********
সুখের প্রত্যাবর্তন প্রত্যাহার
যোগ্যতা অযোগ্যের বিবেচনা
সময়ের বিবেচনায় স্বাভাবিক
অসময়ের বিবেচনায় বেমানান।
প্রত্যাহার প্রত্যাগতে অবরুদ্ধ
নির্ভরতা সীমাবদ্ধতায় আবদ্ধ
রূপের যেমন দাম্ভিকতা থাকে
সুখের বহতাও অভিমান সম্পন্ন
মেঘ শূন্য বৃষ্টি’র সাদাসাপ্টা অনুভব
তবে মেঘপূর্ণ বৃষ্টিতে অভিমান থাকে
আকাশের চোখ থেকে যেন অশ্রু ঝরে
যেমন রমনীর কাজল চোখের অশ্রু।
মেঘ স্খলিত বৃষ্টির ফোটা বা অশ্রু
ঝড়ে পড়লে প্রত্যাবর্তনের সুযোগ নেই
একশা মিশে যায় অন্য কোন উপাত্তে
সুখ যেমন হারিয়ে যায় অন্য গতরে।
অপ্রাপ্ত সুখের ঠিকানা নিরুদ্দেশ
প্রতারিত প্রত্যাহারের অনুভূতি
মেঘে ভেসে বেড়ায় অভিমানে
ফিরে না ঝরে পড়ার অপেক্ষায়।
।।।।।।।।।।