প্রত্যাবর্তন
***********

বাংলাদেশ-
তুমি আমার হৃদয়ের জ্বলন্ত নীড়
বিদ্রোহী মোরা তোমার ষড়যন্ত্রের বিরুদ্ধে
বিক্ষুব্ধ মোরা দৌড়ে প্রত্যাবর্তন
তোমার আকাশে পড়েছে শত্রুর নিশানা
আগুনে পুড়াবো কাল হাতের থাবা
মোরা বীর যোদ্ধাদের উত্তরাধিকারী।

শকুনেরা আঁচড় কাটে তোমার ক্ষত কলিজায়
অস্তিত্ব গোপন করে মারতে চায় পিছন থেকে
তাদের ষড়যন্ত্রের গভীরতায় ভয় নেই
তাদের পাপী হাত তোমার পা’য়ে স্পর্শ দেব না
বাংলার মাটির গভীরে পোঁতা অগ্নিবোমা
ফাটিয়ে দিব, জ্বলসে দিব গ্রাসকারীদের মুখ
লড়াকু মোরা যুদ্ধপ্রিয় বাবাদের সন্তান।

অন্ধকারের তোমায় লুটে নেয়ার যে মন্ত্রনা
সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে মোরা
বাংলাদেশ- ভয় পেয়োনা
সঠিক পথে অন্ধকারেও দৃষ্টি মোদের সচল
বিদ্রোহী মোরা বিদ্রোহী কবির চেতনায়
জ্বলসে দিব কুৎসিত ধারণার হৃদপিণ্ড
বারুদের আলোয় দূর করবো অন্ধকার ছায়া।

বাংলাদেশ- তোমার প্রতিটি কোণা আমার সীমানা
প্রতিটি বালুকণা, প্রতিফোটা পানি আমার স্বাধীনতা
আমার বিজয়ের পতাকা-
মায়ের সবুজ শাড়িতে যেন বাবার বুকের রক্ত
আমরা উত্তরসূরী, আমারা অদম্য অভিমূখী
বাংলাদেশ- তুমি অপরাজিত, উন্নত উচ্চে ধাবিত
তুমি চিরকাল মুক্ত, আবাধ অবারিত।
প্রত্যাবর্তিত বীর বাবা-আমি-সন্তান…।
।।।।।।