প্রতিকূল
*********
আমি এক ব্যতিক্রমী শ্রোতা
শোনে যাই নিরব একাগ্রতায়
বুঝতে পারিনা কিছু- বুঝতে চাইনা বলে।
আমি এক আজব দর্শনের দর্শক
তাকিয়ে থাকি পলকহীনতায়
দেখিনা কিছু- দেখিতে চাইনা বলে।
আমি এক খাপছাড়া খ্যাপা খেলোয়াড়
খেলতে থাকি অক্লান্ত বিরামহীনভাবে
জিততে পারিনা- জিততে চাইনা বলে।
সব কিছু পেতে নেই এক জীবনে
কিছু পাওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণতাই ভাল
বেশি পাওয়া জীবন মেনে নিতে চায়না
যেমন ধরেনা এক লিটার বাসনে দেড় লিটার ঘি।
সব পাওয়া ভাল নয়- যদি মজা না থাকে
সব আনন্দে মজা নেই- যদি ভাগ না থাকে
একাকিত্বের আনন্দ শুধু নিরাশার মাঝে।
আমি এক অনাবৃত মনোহর বাকপটু
বলতে থাকি পূর্ণ যুক্তিযুক্ত ভাষণে
বুঝাতে পারিনা- মধুময় মিথ্যা বলি না বলে।
আমি এক আবৃত শালীন লজ্জাশীল
বেষ্টিত থাকি মোটা বসনে
তবুও বিবস্ত্র- কেও টেনে ছিড়ে ফেলে বলে।
আমার আমিকে পাইনা খোঁজে
হেটে হেটে ঘুমিয়ে যাই প্রতিকূলতার মাঝে
অবনত রই অযাচিতভাবে মিথ্যার কাছে।