প্রতিক্রিয়া
************
পৃথিবী নিষ্ঠুর নয়
নিষ্ঠুর পারিপার্শ্বিকতার প্রতিক্রিয়া
সময় নিয়মের বলয়ে চলমান
স্থূলতা চলে পরিস্থিতি বিবেচনায়।
অন্যায়ের সাজা দে’য়া নিষ্ঠুরতা নয়
তবে ভূলের দন্ড অমানবিক
ভূল কোন অন্যায় নয়; ভূল হয়ে যায়
ভূল- অযাচিত; নির্ভুল- যাচিত শোধিত।
প্রতিটি কাজের প্রতিক্রিয়া থাকে
কষ্ট দেয়ার প্রতিক্রিয়া কষ্ট পাওয়া
নির্যাতনে রাখলে নির্যাতিত হতে হয়
অসম্মানে- লাঞ্চিত, অমর্যাদায়- অপমানীত
অনাদরে- অবজ্ঞা, তাচ্ছিল্যে- উপেক্ষা
অবিরত হাসির অভিক্রিয়ায় চোখ ভিজে।
কাওকে ধীরে টেনে কাছে আনা যায়
হেঁচকা টানে ছিটকে পড়ে- প্রতিক্রিয়ায়।
ক্রিয়ার বদলা রুখা যায় না, সাধ্য নেই,
যা অর্জন তা কিছুর প্রাপ্য প্রত্যর্পণ
আকাশের উপরে কিংবা মাটির নিচে
খোঁজে নেবে প্রাপ্য তার প্রাপক কে
ভূকম্পন ভূমিকম্পের প্রাপ্যতা
জোয়ারের প্রাপ্যে সাগর অস্থির উত্তাল
প্রসব ব্যদনার প্রাপ্তি ভূমিষ্ট সন্তান
অবকাশ নেই রোধের- প্রতিক্রিয়া অনিবার্য।
।।।।।।।।।