প্রতিবিম্ব
*********
ব্যত্যয়ে হয়ে গেছে জীবনের পরাজয়
নিজেকে দর্শনে তাই আফসোস হয়।
বিষাদিত হয় মন নিজেকে নিজে দেখে
কি ছিলাম? কি হয়েছি অদ্ভুদ সাজে?
যে আমিটা ভাবিনি কভূ দূরে পালাবার
কষ্ট পেয়ে বয়ে গেছি- সয়েছি বারবার।
দিনশেষে মেনে নেয়া- হয়েছে যা হবার
ভেবেছে মন- যে করেছে সেতো আমার।
সহসাই ভাবি কোন আমিটা আমার?
এই আমিটা? না-কি যে আমিটা তার?
সরল-সহজ, সাদা-সিদে, ভদ্র স্বভাব
নিন্দা পেয়েও হতোনা দেয়া মন্দ জবাব।
মিথ্যা কথার অবারিত বদনাম মাথায়
তবুও হাসি ভেটকি দিয়ে নির্লজ্জতায়।
প্রতিবাদ করা হতোনা নিরোধের মোহে
সে মিথ্যাবাদী বনে নিন্দিত হবার ভয়ে।
আয়নাটা আজ মিথ্যে প্রতিবিম্ব আঁকে
চিনতে পারিনা ওই পাশে দেখি যাকে।
মুখের উপর ভাঁজ পড়েছে নিত্য চিন্তায়
নিজেকে আজ অচেনা লাগে আয়নায়।
শিরঃস্থিতিতে দুশ্চিন্তা কিলবিল করে
আমি খুব ভেঙ্গে গেছি বিধ্বংসী ঝড়ে।
রিক্ত এই আমিকে- আমি আর চাইনা
প্রতিবিম্ব দেখবনা- ভেঙ্গে দিব আয়না।
।।।।।।।।।।