কোন ভালবাসা নেই আমার
বরফ জমেছে বুকের ভেতর
উষ্ণতার সকল পরশ
নিমিষেই শীতল হয়ে আসে।
কোন কষ্ট নেই আমার
অনুভূতির প্রতিটি দরজা তালাবদ্ধ,
চাবি নিয়ে পালিয়েছে সে
যে আমায় করেছে অবরুদ্ধ।

টগবগ করে ফোটছে হৃদয়
যেমনটা ভাতের মাড় উতলে ঊঠে,
হৃদয়ে ফুশকা পড়েছে অনেক
অসহনীয় জালাময়ী ব্যাথায়
নিরব-নিথর ঢেকুরে কান্না আসে।

হারানোর কিছু নেই আমার
কোন ভয়ও নেই হারানোর
হারানো তো তখন হয়
যখন তা নিজের থাকে।
কিচ্ছু নেই আমার,
আমি তোমার, পুরোটাই তোমার
তবুও তুমি আমার নও।
জানিনা এ কোন খেলা
হেরে যাই প্রতিবার,বারংবার।