প্রতারিত হতে আমার দ্বিধা নেই,
যে পথে মানুষ হাঁটে
সে পথের গন্ধ শুঁকে আমি চিনে ফেলি
মানুষের ভিতরের ভিন্ন মানুষকে।
অন্তর্বাসে জমে থাকা খন্ডমেঘ
ঢেকে দিয়ে যায় আমার আকাশ,
পরিপাটি সুগন্ধি মাখা শরীরের গন্ধ
ছলচাতুরীর সাক্ষরিত প্রমান
স্বপ্ন ছাড়িয়ে শোকে বৃক্ষপল্লব নূয়ে পড়ে
শিকড় উপরে পরে গভীরের মূল সমেত।
তোমার নিথর দেহের ক্লান্ত ছাপে
অবলীলায় বুঝে যাই আমি
লুকিয়ে রাখা প্রতারণার ছাপ।
সন্মোহনী জ্বালাময়ী বিঁষে-
ছোবলে ছোবলে নীলাভ দেহখানি
কংকালের উপমায় কথিত শয়তান।
যে নীরবে কাঁদে--
শূন্যতার হাহাকারে জেনে যাই
সে পথে মানুষ মরে কিসের ভয়ে!
মানুষ মরে মানুষের প্রতারণার ভয়ে।
প্রতারিত হতে বিছিয়ে দেই বুকের পাঁজর
সম্ভোগে স্বাগত মানুষ; বুঝেনা সে রহস্য
বিভ্রান্ত না হয়ে
কাজল পরে দু’চোখে পর্দা টানে
পরিশেষে লজ্জ্বায় নতমস্তক।
প্রতারিত হতে দ্বিধা নেই আমার,
গন্ধ শুঁকে কাছে আসি বারংবার
ভিতরের মানুষটাকে করি উন্মোচন
দেখি এক শয়তান, হাসে দাঁত খিলিয়ে
মুখে বলে ভালবাসি তোমায়,
অন্তরে রাখে উপহাস আর অবজ্ঞা।