প্রণয়
****

বিশুদ্ধ মনের অশুব্ধ উচ্চারণ
দেহ সান্নিধ্যে জৈবিক অন্তকরণ
বোঝাপড়া হলে বৈধ অভিনন্দন
গড়মিলে জড়ালে পাশবিক ধর্ষণ।

নীতি ও কুনীতিতে নেই সমতা
বাকা ও সরলের চির অসমতা
অবৈধ আচরণ সামাজিক ব্যধি
নীতি বিমুখতা মানুষিক রোগী।

সুখ কি আছে গরমিল প্রয়ণে?
বিধিহীন পন্থায় ধরলে জড়িয়ে!
মনুষ্যত্ব হারিয়ে দানবীয় আচরণ
অবৈধ প্রণয় কুকুর সম বিবরণ।

প্রণয়ের সূত্র অভিন্ন মানবীয় আস্থা
সুখ আস্বাদন ও পারষ্পরিক শ্রদ্ধা
ঘৃণ্য নোংরামি চতুষ্পদী আচরণ  
প্রণয়ে থাকেনা কোন অসধাচারণ।

==================
লেখা: ১২/০৮/২০১৮ খ্রীস্টাব্দ, ঢাকা।