প্রবোধ
********

ভীষণ তীব্র অবক্ষয় মানবতার
দন্ডিত জীবনে বিনিময় কামনা
অপেক্ষা উত্তর যোগ্য মূল্যায়ন
বিবর্তন শূন্য সংক্রমণ আতংক।

পুড়েছে মনের বিবেদ তারতম্যে
অনুভূতির তলাটে সিক্ত ললাট
বুদবুদি চাপ হীন বায়ু শূন্যতায়
দম ফাটা স্থিতিশীলতায় নস্যাৎ।

আবেগ উড়ে ঘটনার পরিবর্তনে
পড়ে থাকে বোকামিঠাসা লজ্জা
প্রয়াত কথার নির্ভুল পোস্টমর্টেম
উপস্থিতি শুধু পরিস্থিতির উদ্যম।

নির্দোষ নিষেধাজ্ঞার চরিত্র স্খলন
বেড়ে যায় কষ্ট জ্বালাময়ী বিবরণে
গুরুত্ব অধিক অপকর্মের রটনায়
ক্ষেত্র বিশেষে উল্টো বোধগম্যতা।

মানবিক বিধ্বস্ততা যেন রঙচটা শার্ট
কারো উপহাস কারো সম-আঘাত
প্রবোধ যদি নেকড়ের হিংস্রতা হয়
প্রতিটি কথা প্রতিবার বিষাক্ত মৃত্যু।
।।।।।।