প্রেম ও ভালবাসা
***********
প্রেমিকাকে তখনই সুন্দর লাগে
যখন তার দু’চোখ নতুন নেশায় মাতে
মুখের ভাষা চেয়ে চোখের ভাষা মধুর
মুখের কথা অনর্থক হলেও
চোখের ভাষা অর্থহীন হয়না।
আকর্ষণ সৃষ্টির কারিগর রূপ মাধুর্য
মাধুর্যতা প্রকাশ পায় মনের ইচ্ছায়
আর মন ইচ্ছায় যা সৃষ্টি তাই প্রেম।
সৌন্দর্য, স্বভাব ও পরিস্থিতির মোহে
ভালবাসার জম্ন হয় মানুষের মনে
প্রেম হয় মনের টানে, দূই মনের মিলনে।
ভালোবাসা সার্বজনীন স্বতন্ত্র
প্রেমের ক্ষেত্র সম্মতির পথে সংকীর্ণ
ভালবাসার জন্য প্রেম নিষ্প্রয়োজন
কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য
প্রেম না থাকলেও ভালবাসতে বাধা নেই।
লিও টলস্টয় মহাশয় যথার্থই বলেছেন
“ভালোবাসা মানেই স্বার্থপরতা”
ইচ্ছায় কাছে আসা, অনিচ্ছায় সরে যাওয়া
প্রেম সৃষ্টিতে অমর, ধ্বংসে সর্বনাশ
প্রেমের ব্যথা মালিশে উপশম হয়না।