প্রাণ পাথর
************
জীবন শুধু বেঁচে থাকে প্রাণের তাগিদে
থেমে যায় জীবন আশ্চর্যজনক ভাবে
অবাক করা মূহুর্তগুলো যখন প্রাণ হারায়।
জীবন শান্ত হয়ে নূয়ে যায় বিস্মিত কথায়
জীবনেরও প্রাণ আছে
প্রাণের কথা শুধু প্রাণ শুনতে পায়।
জীবন কষ্টগুলো সয়ে যায় নীরবে
মনের কষ্টগুলো বেঁচে থাকে আজীবন
জীবন তার গতি পাল্টায় অহর্নিশ
মনের গতির পরিবর্তন বেগতিক
বুঝানো যায়, মানানো যায় না
যুক্তিতর্ক বিফল মনের সিদ্ধান্তের উপর।
ভিন্ন মনের কষ্ট, ভিন্ন মতের ভিন্নতা
কেও কষ্ট দিয়ে চলে যায়;
কেও কষ্ট দিয়েও কাছে থাকে কষ্ট নিয়ে
ব্যবধানটা শুধু দাবীর ভিন্নতা
কিছু প্রাণ কষ্ট নিয়ে একা থাকে
কিছু প্রাণ সঙ্গ চায় কষ্টের নিরবতায়।
কষ্ট অবিরাম উদ্দীপিত নীরব ঘাতক
পুড়াতে থাকে প্রাণ অবিরত, নিঃশব্দে
এক প্রাণের যন্ত্রণা অন্য প্রাণ বুঝেনা
শুধু কষ্টের বাহ্যিকতা অনুধাবন করে।
জীবন তার প্রকৃত মূল্য হারায় তখন;
কষ্টের কষাঘাতে প্রাণ যখন পাথর হয়ে যায়।