প্রাবল্য
********
নিষ্ঠুর অনাদরের দর্শন
বিষম প্রেমের ব্যর্থ রোধন।
পক্ষাগাতের দ্বিখন্ডিত মন
পায়না খোজে আসল সুজন।
যে যেমন যথার্থই সে তেমন
ধ্বংস বিন্যাসে হাসে তার মন।
ভেতরে বাহিরে সত্য গড়মিল
কথা ও কাজে শতক অমিল।
মুহূর্ত আমার ভাবনায় অতল
ভালোবাসার ঘর প্রেমে বহুতল।
লাগলে আগুন উপর তলায়
বিশ্বাস পুড়ে নীচতলায় দাঁড়ায়।
একাকিত্বের অসহায়ত্ব বিসুখ
নির্জনতায় বাড়ে মনুষ্যরোগ।
ভালবাসার মনে সন্দেহ জাল
ঘৃণা ভরে হয় মনের আড়ালে।
ভুলে যাও তারে ছেড়েছ যারে
কাছে টেনোনা মায়ার জোরে।
ধোঁকার মাঝেও থাকে সততা
সততার মাঝেও আছে ধোঁকা।