সরলতা মানুষের ভুল আচরণ
যেমন ভুল ফুলে সুগন্ধ থাকা
যার জন্য একটি ফুলের মৃত্যু
নিষ্কৃতি নেই অযাচিত পতঙ্গ থেকেও
কামুকের নির্দয় আকর্ষণী অন্তঃকরণে
ঘাড় মটকে ছিড়ে ফেলে লালসায়
তেমনি মানুষের সরলতা এক অন্তর্ধান।

বড় ভুল অন্যায় প্রতিবাদে বিমুখতা
যেমনটা ভুল পাহাড়ের এতটা উদারতা
গিরির বুকে অবিরত নির্মম উৎপাটনে
উপরে ফেলে আকড়ে ধরে থাকা তরু বৃক্ষ
ধীরে ধীরে ক্ষয়, ক্ষয়ে ক্ষয়ে যার অবক্ষয়
তেমনি অপ্রতিবাদী মন সয়ে সয়ে মৃত প্রায়

নিন্দিত হয়ে বেঁচে থাকা মানুষের বড় ভুল
যেমনটা ভুল নদীর বিনিময় হীন বয়ে চলা
ময়লা আবর্জনার স্তুপে বিলীন হয় অস্তিত্ব
গভীরতা হ্রস্বতায় নিবারিত হয় চঞ্চল প্রবাহ
মন্থর থেকে মন্থরতায় অবসান স্রোতের ধারা
তেমনি শূণ্যে স্থবির হয়ে পড়ে নিন্দিত মানুষ।

অবাধ স্বাধীনতা মানুষের জীবনের বড় ভূল
বড় ভূল ধর্মান্ধতা, গোঁড়ামি আর অন্ধবিশ্বাস
ভালবাসা ভাল, অন্ধ ভালবাসা কেবলই মৃত্যু।
-------