পরিচয়

বাবা হলেই নাকি হয়না সম্মান
প্রয়োজন অনেক ধন আর মান।
বাবা নাকি সম্পর্ক, স্বীয় অর্থহীন
কুট শিক্ষায় পরম্পরা হচ্ছে বিলীন।

শুনলে বিবরণ বুদ্ধিলোপে হই গাধা
শহরের ছেলেরা চিনেনা নাকি দাদা।
বাবাকেও যেন চিনে বেশ কষ্ট করে
একান্ত প্রয়োজনে বিপাকে পড়ে।

কত বড় কুশিক্ষায় প্রবেশিত তারা
বাবা দাদারা অসভ্য শিখছে যারা।
অসহিষ্ণু শিক্ষায় পরিবার বিনাশ
অংকুরে পচন, বংশের সর্বনাশ।

তোরা বাছা মত্ত হয়ে কুশিক্ষায় থাক
অসহায় বাবারা না করুক তালাশ।
ভূলে যা তোরা পূর্ব পুরুষের ইতিহাস
বংশের নাম তোর স্তরেই যাক নিপাত।

জম্ন পেয়েছিস আর কিসের দায়?
শয়তানের জ্ঞান শয়তানীতেই ঠায়।
কার্যসিদ্ধি শিক্ষার ঘৃণ্য অভীষ্টলাভে
জ্বলবে পরষ্পরা অমার্জনীয় পাপে।

যা ভাব, যাই কর, পরিচয়টাই আসল
মিথ্যা পরিচয় বৃথা, যথার্থতায় নকল।
পর হলেও আপন, বাবা দাদাই মুলুক
শেষ বিচারেও বাবার সন্তান আমুক।