পরিবর্তন
**********

দু:খ করিনা হারাতে যা হারাই বারবার
অনাদরে অবহেলার আমি জানোযার।
মনের কথা মনে থাকে বলা হয়না আর
সকল কথার অন্তরালে হারাই প্রতিবার।

এমন কেন জগৎ সংসার এমন কেন মন!
না বলা কথার ওজন বেড়ে যায় শতগুণ।
কুকুরও ভাল থাকে দিন শেষে ডাক পায়
মানুষ হয়েও কিছু মানুষ পুরো অসহায়।

জন পরিজন সব থাকে তবুও সব শূন্য
যাকে আঁকড়ে ধরতে চাই সেই হয় অন্য।
খুশি বিলিয়ে সুখ চাই তবুও থাকে পর
দিন রাতের কষ্ট নিয়ে তবুও থাকি অনড়।

আপন জনের পর ভাব পাথর চাপা ব্যাথা
বলতে গেলেও হয়না বলা মনের কষ্ট কথা।
আসল হয়েছে নকল নিত্য বদলের কাছে
পুরান শুধু আমি আছি পাল্টাইনি নিজেকে।