পরিবার
*********

পিতা-মাতা আর সন্তান
এক ছাদের নীচে অবস্থান
হয় যখন মধুময় সংসার
নাম তার একক পরিবার।

একাধিক সংসারে পরিবার হয়
দাদা-দাদী, চাচা-চাচীও রয়
নানা-নানী, মামা-মামীও থাকে
খালা, ফুফু একই বৃত্তে আসে।

রক্তসম্পর্ক সবাই এক পরিবার
উপায় নেই বন্ধন ছেড়ে যাবার
একই রক্ত বহে সকলের দেহে
তবু ভাংগে পরিবার স্বার্থ মোহে।

সংসার নিজ হলেও পরিবার সবার
অযাচিত ভেবোনা ছেড়ে যাবার
পরিবারের বন্ধনে শান্তি অপার
এক সাথে বসবাস সবাই সবার।