পাপাচার
*****
পাপের ছায়া ছুঁয়ে গেলে হৃদয় হয় ভারি
আলো শেষে বেচে থাকে অশান্তির নারী।
লোভে মিশলে ভালোবাসা মরে যায় স্বপ্ন
সুখের ঘরে বাজ পড়ে কান্নার সুরে ভগ্ন।
দুঃখ নামে প্রতিদিন, পাপেরা বাঁধে বাঁধন
একাকী মন খোঁজে ফিরে হারিয়ে চন্দন।
ক্ষতির হিসাব অমিল, ক্ষত থাকে গোপন
সব ত্যাগ বিফল, রূপেরা রূপহীন আপন।
ঘর ভাঙে মনের পাপে, সম্পর্ক ছেঁড়ে টানে
নষ্ট হয় যতটুকু ছিল ভালো রাখার সম্মানে।
বাসা বাঁধে অসুখ মনে, শরীর তাতেই মাতে
বেদনা তখন বন্ধু হয় নিঃশব্দ নিশিত প্রাতে।
সময়েরা চুপচাপ থাকে, প্রশ্ন দেয় না জবাব
ভালবাসা হয়ে যায় এক অবিশ্বাসের কবজ।
আশায় বাঁচে পাপী মন, আলো খোঁজে ক্ষণে
এক স্পর্শ আচানক কথা, শান্তি বয়ে আনে।
জীবন যদি হয় নদী, পাপ গুলো হয় পাথর
ভালবেসে করো স্নান, কাটাতে চাইলে প্রহর।
ঘুরে আসুক মায়ার বাতাস, পুরনো সেই গান
ভালবাসার কাছে হেরে যাক পাপের শয়তান।
।।।।।।।।।